শিরোনাম
গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন ও সকল প্রকল্পের সঠিক বাস্তবায়ন করন
বিস্তারিত
মো: সাখাওয়াত হোসেন এর রিপোর্ট: দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে সরকারের দেয়া গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন ও সকল প্রকল্পের সঠিক বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নকে উন্নয়নের দ্বার প্রান্তে এগিয়ে নেয়ার লক্ষ্যে এবং মানবসেবায় দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সকল ধরনের চাহিদা পূরণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ১০নং কমলপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় ও জননন্দিত ইউপি চেয়ারম্যান জনাব মো: মাজেদুর রহমান সরকার (জুয়েল)। যার অতীত ঐতিহ্যকে মূল্যায়ন করে অতীতে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সকল প্রকার সমস্যায় পাশে থাকার অবদান হিসেবে বিগত পর পর দুই বার ইউপি নির্বাচনে কমলপুর ইউনিয়নের আমজনতা তার বিজয় ধরে রেখে ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচনে জয়লাভ করার পর থেকে তার চিন্তা ধারায় কমলপুর ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রার মাধ্যমে তিনি রাজনিতিবিধদের বুঝিয়ে দিচ্ছেন, যে- যেই-দলই করুক না কেন উন্নয়নের মনমানসিকতা নিয়ে মানুষের সেবায় এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কেবল নিজের মনোবলটাই যথেষ্ট। তার মেধা ও শ্রমে গত একবিংশ শতাব্দী ধরে ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত ওয়ার্ড গুলো বর্তমানে উন্নয়নের যৌবন ফিরে পাচ্ছে এমন মন্তব্য চলছে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের মাঝে। ১০নং কমলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একজন বৃদ্ধ ব্যক্তি জানায়- এই এলাকার সাধারন মানুষ ইতিপুর্বের চেয়ে অনেকাংশে সরকারী সুযোগ সুবিধা বুঝে পাচ্ছে এবং ২নং ওয়ার্ড সদস্য জনাব মো: ইয়াছিন আলী তর্থ্য সংগ্রহকারীকে জানায় যে, ইতিপূর্বে ইউনিয়নের এত উন্নয়ন অন্য কোন জনপ্রতিনিধির দ্বারা সম্ভব হয়নি। তাই তাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। তবে জনাব মো: মাজেদুর রহমান সরকার (জুয়েল) ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর তার মেধা শ্রম ও স্বদিচ্ছায় রাস্তা ঘাটের অবস্থা পূর্বের চেয়ে অনেকটাই স্বয়ং সম্পূর্ণ। উন্নয়নের কার্যক্রম শুরু হওয়ার ফলে এই সব অবহেলিত রাস্তাগুলি দিয়ে পূর্বের অবস্থার চেয়ে বর্তমানে বৃহঃ যানবাহন নিয়ে চলাফেরা করার সুযোগ পাচ্ছে স্থানীয়রা। এছাড়া ইউনিয়নের অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও শিক্ষানুরাগী এই জনসেবকের মেধা বলে ছাত্র/ছাত্রীরা শিক্ষা গ্রহনে পর্যাপ্ত সুযোগ পাওয়ার ফলে ১০নং কমলপুর ইউপি'র শিক্ষার হার ক্রমশঃ বাড়ছে বলে জানা যায়। দল মত নির্বিশেষে সকল অসহায়দের প্রতি তার ব্যক্তিগত সহানুভূতি এবং সরকারী বরাদ্দ বয়স্ক, বিধবা ও মাত্রিত্বকাল ভাতা সহ সকল প্রকার অনুদান তার বিচক্ষনতায় সঠিক ভাবে বরাদ্দ হওয়ায় সমাজের প্রত্যেকটি অসহায় ব্যক্তি চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার (জুয়েল) গুনকীর্তনে মেতে উঠেছে। ইউনিয়নের মেধার অধিকারী এই ইউপি চেয়ারম্যানের মনোবলে ও শ্রমের ফলে অসংখ্য রাস্তা-ঘাট, নির্মাণসহ ব্যাপক উন্নয়ন সাধিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে মাজেুদুর রহমান সরকার জুয়েলের গুনগান ও সফলতার প্রশংসা ।
http://kamalpurup.dinajpur.gov.bd/node/add/newspaper
ইউনিয়ন ডিজিটাল সেন্টার জেলা শাখা,
ও ইনফো লিডার তৃণমূলের তথ্যজানালা